কলাম্বিয়া ইউনিভার্সিটির ৭০ জনের বেশি শিক্ষার্থীর শাস্তি

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৪১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৪১:১০ অপরাহ্ন
শিক্ষার্থীদের নেতৃত্বাধীন দুটি বিক্ষোভে অংশ নেওয়া ৭০ জনের বেশি শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক সিটির কলাম্বিয়া ইউনিভার্সিটি।
 
বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।
 
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির বাটলার লাইব্রেরিতে প্রতিবাদে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার কথা মঙ্গলবার বিবৃতিতে নিশ্চিত করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
 
বার্ষিক অ্যালামনাই সপ্তাহান্তে গত বছর বাটলার লাইব্রেরিতে বিক্ষোভে অংশ নেওয়াদের মধ্যে অন্তত ৮০ জনকে আটক করা হয়।
 
কলাম্বিয়া ইউনিভার্সিটি জানায়, কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত শাস্তিমূলক ব্যবস্থা কী নেওয়া হয়েছে, তা প্রকাশ করা হবে না। শাস্তির মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ের জন্য প্রবেশনে রাখা, এক থেকে তিন বছরের জন্য ছাত্রত্ব বাতিল, ডিগ্রি বাতিল কিংবা বহিষ্কার।
 
সূত্রটি এনবিসি নিউজকে ফোন করে জানায়, যেসব শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত হয়েছে, তাদের দুই-তৃতীয়াংশের ক্ষেত্রে দুই বছরের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
শাস্তির সিদ্ধান্তর বিষয়টি নিশ্চিত করেছে কলাম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্নের দাবিতে কাজ করা সংগঠন কলাম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্টাইড ডাইভেস্ট-সিইউএভি।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিইউএভি জানায়, মে মাসের বিক্ষোভে অংশগ্রহণের জন্য সোমবার বিকেলে প্রায় ৮০ শিক্ষার্থীকে এক থেকে তিন বছরের জন্য ছাত্রত্ব বাতিল বা বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
 
শিক্ষার্থীদের সংগঠনটি জানায়, চিঠির শর্ত অনুযায়ী, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে হয় ক্ষমা প্রার্থনা করতে হবে নতুবা বহিষ্কারের শিকার হতে হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]