বিমান বিধ্বস্তের ভুয়া ভিডিও তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: বাংলাফ্যাক্ট

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৩৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৩৪:৫১ অপরাহ্ন
এআই দিয়ে ভিডিও তৈরি করে উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, 'মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরি'। বাংলাফ্যাক্ট জানায়, 'রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।'

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি (২১ জুলাই) উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভবনে বিমান বিধ্বস্তের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এই ভিডিওটি বাস্তব নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে আলোচিত ভিডিওটির ডানদিকে নিচে ‘Veo’ লেখা দেখতে পাওয়া যায়। ‘Veo’ এর বিষয়ে জানা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। যার সাহায্যে লেখা থেকে শব্দসহ ভিডিও তৈরি করা যায়। এছাড়া, ঘটনাস্থল মাইলস্টোন কলেজ হলেও ছড়ানো ভিডিওর ভবনের দেয়ালে ইংরেজিতে ‘Untie College’ লেখা দেখতে পাওয়া যায়, যা অপ্রাসঙ্গিক।
বাংলাফ্যাক্ট জানায়, 'কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি ভিডিওকে উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।' বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]