সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে আড়াই কোটি টাকার চোরাইপণ্য জব্দ

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:১২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:১৩:৪০ অপরাহ্ন
সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় এক ভ্রাম্যমাণ অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সিলেট ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি’র সদস্যরা কালাইরাগ, বিছনাকান্দি, সংগ্রাম, উৎমা, সোনারহাট, পাথর কোয়ারী, বাংলাবাজার ও পান্থুমাই বিওপিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করা বিভিন্ন প্রকার ওষুধ, ক্রিম, ফেসওয়াশ, চকলেট, সুপারি, গরু, জিরা, বিড়ি, ভিট, রেক্সোনা, বডি স্প্রে, মুভ অয়েন্টমেন্ট, গুড়ো দুধ, শ্যাম্পু, অলিভ অয়েল, সাবান, টায়ারসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। সীমান্ত এলাকা থেকে পাচারকালে বেশ কিছু পরিমাণ রসুন ও শিং মাছও জব্দ করা হয়।

এছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত কয়েকটি নৌকাও আটক করা হয়েছে। সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৩২০ টাকা। পণ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]