
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৬টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো সিএমএইচ-এর মর্গে রাখা আছে এবং ইতোমধ্যে সেগুলো থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনএ নমুনা বিশ্লেষণ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে মরদেহ শনাক্তে নিখোঁজদের স্বজনদের সহায়তা প্রয়োজন। এ কারণে যেসব পরিবারের সদস্য নিখোঁজ রয়েছে কিংবা হতাহতদের তালিকায় নাম নেই, তাদেরকে মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত শুধুমাত্র একজন নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্য নমুনা দিয়েছেন। বাকি পরিবারের সদস্যদের দ্রুত নমুনা প্রদান করলে স্বল্পতম সময়ের মধ্যেই মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।