
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিল্পায়নের কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল। তবে সাম্প্রতিক তথ্য বলছে, রাজধানীর বায়ুমানে সামান্য উন্নতি দেখা যাচ্ছে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ৭০ একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩তম অবস্থানে রয়েছে ঢাকা। এই স্কোরকে মাঝারি হিসেবে গণ্য করা হয়, যা স্বাভাবিকের তুলনায় তুলনামূলকভাবে ভালো অবস্থা নির্দেশ করে।
অন্যদিকে, একই সময়ে উগান্ডার কাম্পালা শহর ১৭১ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। দ্বিতীয় অবস্থানে আছে জাকার্তা (১৬৫), তৃতীয় কিনশাসা (১৬০), চতুর্থ লাহোর (১৫৪) এবং পঞ্চম অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো শহর, যার স্কোর ১৪৯।
বিশেষজ্ঞরা জানান, একিউআই স্কোর ০-৫০ হলে তা ‘ভালো’, ৫১-১০০ হলে ‘মাঝারি’, ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং ১৫১-২০০ হলে তা ‘সাধারণভাবে অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১-৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে।
ঢাকার দূষণ কিছুটা কমলেও বিশেষজ্ঞরা এখনও সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে শিশু, প্রবীণ এবং শ্বাসজনিত সমস্যায় আক্রান্তদের জন্য।