ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম, বিএনপি নেতাও আহত

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৩৬:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:৩৬:৪৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাঁদা না দেওয়ায় এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বাধা দেওয়ায় স্থানীয় এক বিএনপি নেতা তৌহিদ মিয়াও আহত হন।
 

আহত প্রবাসী সামদানীর পিতা রহিছ মিয়া ২১ জুলাই আদালতে একটি মামলা করেন, যাতে পাঁচজনকে আসামি করা হয়। বর্তমানে সামদানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রকিব মিয়া নিজেকে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছিলেন। এসব বিষয়ে একাধিকবার তাকে সতর্ক করেছিলেন তার চাচাতো ভাই ও স্থানীয় বিএনপি নেতা তৌহিদ মিয়া।
 

এক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে সামদানীর কাছে রকিব ও তার সহযোগীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। সামদানী তা দিতে অস্বীকৃতি জানালে তাকে কুপিয়ে আহত করা হয়। প্রতিবাদ করতে গিয়ে আহত হন তৌহিদ মিয়াও।
 

আহত বিএনপি নেতা তৌহিদ মিয়া বলেন, “দলের বদনাম হবে ভেবে আমি তাকে বারবার সতর্ক করেছিলাম। কিন্তু সে শোনেনি। এখন প্রবাসীকে কুপিয়ে আহত করেছে, আমাকেও ছাড়েনি।”
 

অভিযুক্ত রকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
 

এ বিষয়ে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আদালতে মামলা হয়েছে। কোর্টের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]