ঐতিহাসিক জয়! পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:১৯:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:১৯:৪৭ পূর্বাহ্ন

শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ১৩৩ রানে অলআউট হয় স্বাগতিক দল। তবে দুর্দান্ত বোলিংয়ে সেই পুঁজি নিয়েই রোমাঞ্চকর জয় তুলে নেয় টাইগাররা।
 

মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানকে হঠাৎই লড়াইয়ে ফেরান ফাহিম আশরাফ। ৩১ বলে ফিফটি হাঁকিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন দলকে। শেষ ওভারে ১৩ রান দরকার থাকলেও মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৫ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।
 

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ৩টি, মেহেদি হাসান ও তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট শিকার করেন। শেষ উইকেটটি তুলে নিয়ে ম্যাচ জেতান মোস্তাফিজ।
 

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান করেন জাকের আলি অনিক, যার ব্যাটিংই দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করে। শেখ মেহেদি হাসান করেন ২৫ বলে ৩৩ রান। দুইজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ জুটি।
 

এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট দল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]