অন্তর্বর্তী সরকারের পাশে রাজনৈতিক চার দল, ফ্যাসিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৭:১৪:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৭:১৪:৫১ পূর্বাহ্ন

দেশের প্রধান চারটি রাজনৈতিক দল—বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—বর্তমান সংকটময় পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।
 

মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠকে এ প্রতিশ্রুতি দেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠকে নেতারা বলেন, দেশে যেখানেই ফ্যাসিবাদ দেখা দেবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।
 

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “কাল থেকে যেখানে ফ্যাসিবাদ, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।” তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে দৃঢ় বার্তা দেওয়া হয়েছে।
 

ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, “সবকটি দলই সরকারের পাশে থাকার অঙ্গীকার করেছে এবং নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরিতে সক্রিয় সহযোগিতা করবে।”
 

তাহের আরও বলেন, মাইলস্টোন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনায় জাতি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা ও প্রশাসনিক দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
 

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। পুরনো ফ্যাসিবাদকে দমন করা হয়েছে, নতুন করে মাথাচাড়া দেওয়ার সুযোগও দেওয়া হবে না।”
 

জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করার সুপারিশও উঠে আসে এই বৈঠকে। তাহের বলেন, “আমরা চাই একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে নতুন সরকার গঠিত হোক, যা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।”
 

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও হামিদুর রহমান আযাদ, এনসিপির নাহিদ ইসলাম ও আখতার হোসেন এবং ইসলামী আন্দোলনের অধ্যাপক আশরাফ আলী আকন ও গাজী আতাউর রহমান উপস্থিত ছিলেন।
 

প্রধান উপদেষ্টা বৈঠকে দলগুলোর সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানান এবং বলেন, সরকার কঠোর মনোভাব নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]