ফ্যাসিবাদ মোকাবিলায় কোনো মতভিন্নতা নেই: তাহের

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৬:০৪:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৬:০৪:৪৭ পূর্বাহ্ন

ফ্যাসিবাদ মোকাবিলায় রাজনৈতিক দলে কোনো মতভিন্নতা বা বিভেদ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।

জামাতের নায়েবে আমির বলেন, ‘কোনো একটি মহল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এতে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার দুর্বলতা রয়েছে। বাংলাদেশে নতুন করে কেউ যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে ।

 
তিনি আরও বলেন, ‘সরকারকে আরও কঠোর হতে বলেছি। নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হতে পারে, তাই পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলেছি।’
 
অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছেন এবং থাকবেন উল্লেখ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ রয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। সব দল বলেছে ফ্যাসিবাদ মোকাবিলায় কোনো মতভিন্নতা বা বিভেদ নেই।’
 
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা সব দলের ঐক্য দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দলগুলো বলেছে তারা ঐক্যবদ্ধ থাকার দৃশ্যমান প্রমাণ হলো কমিশনের বৈঠকে অংশ নিচ্ছেন এবং প্রধান উপদেষ্টা বৈঠকেও একত্রিত হয়েছেন।’

 
রাজনৈতিক দলগুলো বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ গোষ্ঠী রয়েছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির।
 
এর আগে রাত ৯টার দিকে চলমান পরিস্থিতি উত্তরণে করণীয় ঠিক করতে প্রধান চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।



 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]