২৩ ও ২৪ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১১:৫৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১১:৫৩:৩০ অপরাহ্ন
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের জানমালের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২৩ ও ২৪ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানানো হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্য পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]