মাইলস্টোন ট্র্যাজেডি: স্থগিত ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১১:৪৬:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১১:৪৬:৫৬ অপরাহ্ন
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
 
তিনি জানান, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
 
এর আগে মঙ্গলবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের ফেসবুক পোস্টে বিষয়টি জানান।
 
সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দোতলার নিচ তলায় আঘাত লেগেই বিস্ফোরিত হয় যুদ্ধবিমানের ট্যাংক, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়। এতে আতঙ্কে ছুটে বেড়ান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা।
 
এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]