শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:০৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৮:১৩:১৭ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করায় দক্ষিণাঞ্চল থেকে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েকশত শিক্ষার্থী নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবরোধ করেন। বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ঢাকাসহ সারাদেশে সড়কপথে যাতায়াতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা অতিক্রম করতে হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষা বোর্ডের দুইপাশে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের লাইন পড়েছে। শত শত বাসযাত্রী বাস থেকে পায়ে হেটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন। থ্রি হুইলারগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশী ভাড়া হাঁকাচ্ছেন। ঢাকা থেকে বাসে পটুয়াখালীর দশমিনায় যাচ্ছিলেন আ. রাজ্জাক ও শফিকুল ইসলাম। শিক্ষা বোর্ডের সামনে অবরোধে তাদের গাড়ি সেখানে আটকা পড়ে। এ নিয়ে দুঃখ প্রকাশ করেন তারা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ শুরুর পর সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়েছিল। এতে শিক্ষার্থীরা আরও উত্তেজিত হলে সেনাবাহিনী চলে যায়। পুলিশ উপস্থিত থাকলেও নীরব ভূমিকায় রয়েছে। 

শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]