বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় মসজিদসহ সারাদেশে বিশেষ দোয়া

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৫:৪৩:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৫:৪৩:০৫ অপরাহ্ন
বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বহু হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
 
বায়তুল মুকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিউদ্দীন কাসেম।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
 
দোয়ায় নিহতদের রূহের মাগফিরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
 
দেশের সকল মসজিদেও একইভাবে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
 
এ কর্মসূচি যথাযথভাবে পালন করতে গতকাল দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন।
 
সূত্র : বাসস

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]