মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৫:৪২:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৫:৪২:৪৮ অপরাহ্ন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক দল মঙ্গলবার (২২ জুলাই) রাতে ঢাকায় এসে পৌঁছাবে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এ তথ্য জানান।
 
তিনি বলেন, মাইলস্টোন স্কুলের আহতদের উন্নত চিকিৎসা দিতে সরকারের নির্দেশনায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের প্রথম দল রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের পর্যবেক্ষণ করবেন এবং কার কতটা উন্নত চিকিৎসা প্রয়োজন, সে বিষয়ে মতামত দেবেন।
 
ডা. জাফর জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী প্রয়োজন হলে আহতদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার।
 
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই প্রধান উপদেষ্টা দফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যারা প্রতিটি হাসপাতালে আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
 
তিনি হুঁশিয়ার করে বলেন, আহতদের চিকিৎসায় কোনো ডাক্তার, নার্স বা সংশ্লিষ্ট কারো অবহেলা বা শৈথিল্য বরদাশত করা হবে না। সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা রয়েছে—যে কোনো মূল্যে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]