সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত প্রায় ৪০ জন শিক্ষার্থী

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৫:৩৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৫:৩৮:৩৬ অপরাহ্ন
 
শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে প্রায় ৪০ জন আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।
 
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলের দিকে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
 
আহত শিক্ষার্থীরা জানান, তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজের দুই হাজারেরও বেশি শিক্ষার্থী আজ সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন। এক পর্যায়ে তাদের কিছু শিক্ষার্থী গেট ভেঙে সচিবালয়ের ভিতর ঢুকে যান। তখনই পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
 
চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত শিক্ষার্থীদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]