দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই, বললেন বিমান বাহিনী প্রধান

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৫:৩০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৫:৩০:৩৩ অপরাহ্ন
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সামাজিক মাধ্যমের গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করেছেন।
 
দুর্ঘটনায় নিহত বৈমানিকের জানাজার পর সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
“তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিলো। তার ভিত্তিতে কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো,” বলেছেন তিনি।
 
মি. খাঁন দাবি করেন, পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলো বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন।
 
“দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিক মাধ্যমের গুজবে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দিবেন না,” বলছিলেন তিনি।
 
বিমান বাহিনী প্রধান বলেন, আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে ওঠতে পারে-সেটিই এখন মূলক লক্ষ্য।
 
“ক্রাশ সাইটে (দুর্ঘটনাস্থলে) অশান্তি বিরাজ করছে এটা দু:খজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করবো। দুর্ঘটনা দুর্ঘটনাই”।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিমান রক্ষণাবেক্ষণে বিমান বাহিনী কোনো আপোষ করে না।
 
“দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নেই। তবে আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিবো। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সবসময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি,” বলেছেন তিনি।
 
তিনি বলেন “প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে কিন্তু এই বিমানগুলো পুরনো নয়”।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]