
তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ছেড়ে দেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যা গত মাসে মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। খবর আল জাজিরার
সাক্ষাৎকারের শুরুতে আরাঘচি জানান, ইরান বর্তমানে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না, তবে আলোচনার দরজা তাদের জন্য খোলা রয়েছে।
তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র এমন কোনো প্রস্তাব নিয়ে আসে যা দুই দেশের জন্যই উপকারি হয়, তাহলে আমরা তাদের সঙ্গে যোগাযোগে আগ্রহী।”
আরাঘচি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তাই থাকবে। তিনি আশ্বস্ত করেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করবে না। একইসাথে, তিনি আশা প্রকাশ করেন যে, এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেবে।
এই মন্তব্যগুলো ফক্স নিউজে প্রচারিত একটি ১৬ মিনিটের সাক্ষাৎকারে উঠে আসে, যে চ্যানেলটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতম মিডিয়া হিসেবে পরিচিত।
সাক্ষাৎকারে আরাঘচি প্রস্তাব দেন, “চলুন, আলোচনার মাধ্যমে আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমাধানে পৌঁছাই। অতীতেও একবার আমরা এমনটা করেছি, ভবিষ্যতেও করতে প্রস্তুত আছি।”
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন একটি পরমাণু চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। তবে কয়েক দফা বৈঠকের পর ১৩ জুন ইসরায়েল আকস্মিকভাবে ইরানজুড়ে সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালালে আলোচনার প্রক্রিয়া ভেঙে পড়ে।