
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ মঙ্গলবার রাতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
হস্তান্তরকৃত মরদেহগুলোর তালিকায় রয়েছে ৬ জন শিশু, একজন নারী ও একজন কিশোরী। নিহতদের নাম ও পরিচয় নিচে দেওয়া হলো:
১. ফাতেমা আক্তার (৯) – পিতা: গনি শেখ, জেলা: বাগেরহাট
২. সামিউল করিম (৯) – জেলা: বরিশাল
৩. রজনী ইসলাম (৩৭) – জেলা: কুষ্টিয়া
৪. মেহনাজ আফরিন হুরায়রা (৯) – জেলা: টাঙ্গাইল
৫. শারিয়া আক্তার (১৩) – পিতা: রফিক মোল্লাহ, জেলা: ঢাকা
৬. নুসরাত জাহান আনিকা (১০) – জেলা: ঢাকা
৭. সাদ সালাউদ্দিন (৯) – পিতা: মুকুল সালাউদ্দিন, জেলা: ঢাকা
৮. সায়মা আক্তার (৯) – পিতা: শাহ আলম, জেলা: গাজীপুর
এছাড়া বিমানচালক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ এখনও মর্গে রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মোট ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সারাদেশে।