টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ৪

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১২:৩৩:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১২:৩৩:১৪ পূর্বাহ্ন
কক্সবাজারের টেকনাফের তুলাতলী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দুইটি মুঠোফোন জব্দ করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী গ্রামের আব্দুল হাকিমের পুত্র আব্দুস সালাম (৩৩), একই গ্রামের মৃত ফরিদ আলমের পুত্র আব্দুল্লাহ (৩৫), মৃত আহাম্মদ হোসেনের পুত্র নজরুল ইসলাম ওরফে কালু (৩৪) ও মৃত অলি আহাম্মদের পুত্র মোঃ সামছুল আলম (৫২)। গ্রেপ্তারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
র‌্যাব-১৫ এর আ. ম. ফারুক সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল রোববার বিকালে এ অভিযান চালানো হয়।
 
র‌্যাব জানায়, টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতলী ঘাটে ইয়াবার একটি বড় চালান প্রেরণের প্রস্তুতিকালে জনৈক সুলতান আহাম্মদের মালিকানাধীন ইঞ্জিনচালিত কাঠের নৌকা থেকে ১,৫০,০০০ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
 
র‌্যাব আরও জানায়, অভিযানের সময় তাদের তিন সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]