লোহাগাড়া ও খাগড়াছড়িতে সাপের কামড়ে শিশুসহ ২ জনের মৃত্যু

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১২:২৬:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১২:২৬:৩১ পূর্বাহ্ন
চট্টগ্রামে লোহাগাড়া ও খাগড়াছড়ির দীঘিনালায় সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
 
লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, উপজেলায় সাপের কামড়ে মো. তারেক (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারেক উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালোয়ার পাড়ার আবদুর রহিমের পুত্র। নিহতের ভাই মো. নোমান জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে হাত–মুখ ধৌত করতে বের হন তারেক। এ সময় বাড়ির উঠানে থাকা খড়ের স্তূপ থেকে বের হয়ে একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে সাপে কামড় দেয়া এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হয়। কিন্তু পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, দীঘিনালায় কবাখালী ইউনিয়নের জাম্বুড়া পাড়ায় সাপের কামড়ে রেকসন চাকমা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
 
জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ২টার দিকে বিষধর কালাচ সাপ কামড় দেয় তাকে। সাপে কাটার পর প্রথমে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে ওঝা দিয়ে প্রাথমিক চেষ্টা চালান। পরে অবস্থার অবনতি হলে গতকাল খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রেকসন চাকমা হাজাছড়া জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
 
খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানান, শিশুটির বাড়ি বেশ দুর্গম এলাকায়। সাপে কামড়ানোর পর হাসপাতালে আনতে দেরি হয়েছে। শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনাম আছে। সাপে কাটার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসা উচিত।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]