ঢাকায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় চীনের শোক প্রকাশ

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১১:৫৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১১:৫৪:০৭ অপরাহ্ন

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
 

সোমবার (২১ জুলাই) এক সংবাদবার্তায় চীনা দূতাবাস জানায়, ঢাকায় ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দূতাবাসের পক্ষ থেকে মৃত ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করা হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে চীন।

 

ঘটনার বিষয়ে জানা যায়, আইএসপিআর জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের কর্মীরা ১টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং দেড়শতাধিক মানুষ আহত হয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]