মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: সমাপ্তি ঘোষণা আজকের উদ্ধার কাজ

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১১:০১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১১:০১:৫৮ অপরাহ্ন
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার (২১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে আজকের উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করেছে পুলিশ।
 
ডিএমপির উত্তরা জোনের উপ-কমিশনার মহিবুল জানান, ধ্বংসস্তূপের নিচে আর কোনো মরদেহ পাওয়া যায়নি। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত উপস্থিতি এবং সাধারণ মানুষের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি সবাইকে ধন্যবাদ জানান।
 
তিনি আরও বলেন, মাইলস্টোন কলেজ ক্যাম্পাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা থাকবে এবং সেখানে কেউ প্রবেশ করতে পারবে না।
 
এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর একাই বিমানটি পরিচালনা করছিলেন। এই দুর্ঘটনায় পাইলটসহ ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর।
 
উদ্ধারকাজ শেষে জানানো হয়, মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে সিআইডি, বিমানবাহিনী ও অন্যান্য বিশেষজ্ঞ দল পুনরায় কাজ শুরু করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]