দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত: আহতদের জন্য ও-নেগেটিভ রক্তের জরুরি প্রয়োজন

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৭:১৪:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৭:১৪:১০ অপরাহ্ন

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দগ্ধসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসায় উত্তরা আধুনিক হাসপাতালে ও-নেগেটিভ রক্তের জরুরি প্রয়োজন দেখা দিয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। আগুন ধরে যায় বিমানে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আহতদের মধ্যে কয়েকজনকে কুয়েত মৈত্রী, উত্তরা উইমেন্স মেডিকেল, কুর্মিটোলা ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সামনে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের রক্ত সংগ্রহে ব্যস্ত থাকতে দেখা গেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]