আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা: যা করবেন সঙ্গে সঙ্গেই

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৭:১১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৭:১১:১০ অপরাহ্ন

আগুনে পোড়া একটি জরুরি অবস্থা। তাই প্রাথমিক যত্ন নিতে জানতে হবে।
 

পোড়া জায়গায় ১৫-২০ মিনিট ঠান্ডা (বরফ নয়) পানি দিন। এতে ব্যথা ও ক্ষতি কমে।

পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন
হালকা সাবান ও পানি দিয়ে পরিষ্কার করুন। জীবাণুমুক্ত গজ বা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

প্রাকৃতিক উপাদান প্রয়োগ
অ্যালোভেরা জেল বা মধু পোড়া জায়গায় লাগালে ব্যথা ও ফোলা কমে।

⚠️ যা করবেন না

  • বরফ দেবেন না

  • মাখন বা তেল লাগাবেন না

  • ফোসকা ফাটাবেন না
     

চিকিৎসা 
ফোসকা, ত্বক সাদা হয়ে গেলে বা জ্বালা কম না হলে দ্রুত চিকিৎসকের কাছে যান।

নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন। জরুরি সময়ে ছোট একটি পদক্ষেপও বড় ক্ষতি ঠেকাতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]