উত্তরায় বিমান বিধ্বস্তে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৩৬ জনের পরিচয় মিলেছে

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৬:০৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৬:১১:৪৬ অপরাহ্ন
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা ৩৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে।
 
সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন: শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি (১০), মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (১৩), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম (১৭), জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া (১৪), আরিয়ান (১২), তৌফিক (১৩), নূসরাত (১৩) এবং তানভীর আহমেদ (১৩)। এদের মধ্যে তানভীর আহমেদ মৃত্যুবরণ করেছেন।
 
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন চারজন হলেন: রাইয়ান (১৪), জুনায়েদ (১১), জারিফ (১২) ও সবুজা বেগম (৪০)। এর মধ্যে জুনায়েদ নিহত হয়েছেন।
 
আহতরা বর্তমানে বার্ন ইউনিট ও মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। দুর্ঘটনায় আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]