উত্তরার বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা আজহারীর

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৬:০৫:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৬:০৫:০০ অপরাহ্ন
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁরা পৃথকভাবে শোকবার্তা প্রকাশ করেন।
 
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ লিখেন, “উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়েছে। অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে শুনেছি। আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সবাইকে হেফাজতে রাখেন।”
 
তিনি আরও বলেন, “দুর্ঘটনাস্থলে ভিড় না করে উদ্ধার কার্যক্রমে সহায়তা করুন। আশপাশের হাসপাতালগুলোতে রক্তের প্রয়োজন হতে পারে—সবাই এগিয়ে আসুন।”
 
অন্যদিকে, মাওলানা ড. মিজানুর রহমান আজহারী আল্লাহর রহমত কামনা করে লিখেছেন, “হে আরশের মালিক! উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও দগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।”
 
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছু সময় পরই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, যিনি বিমানে একাই ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]