
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরও অনেকেই আহত ও দগ্ধ হয়েছেন। সরকারের পক্ষ থেকে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কাজ চলছে।
এই দুর্ঘটনার পর একজন চিকিৎসক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উদ্ধারকারীদের উদ্দেশে প্রাথমিক চিকিৎসা দেওয়ার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি লিখেছেন, যারা আহতদের উদ্ধার করছেন এবং হাসপাতালে নিচ্ছেন, দয়া করে প্রাথমিক চিকিৎসা দিন, যাতে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়।
প্রাথমিক চিকিৎসা নির্দেশনা হিসেবে তিনি উল্লেখ করেন—
১. পোড়া ত্বকে নিরবচ্ছিন্নভাবে পানি ঢালতে থাকুন — এটি ট্যাপের পানি বা বোতলের পানি হলেও চলবে। সম্ভব হলে ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত পানি ঢালুন।
২. পরিষ্কার একটি সূতি কাপড়ে আক্রান্ত স্থান ঢেকে দ্রুত হাসপাতালে নিয়ে যান — ইনফেকশন প্রতিরোধের জন্য যত কম ভিড় হয় এবং যত কম স্পর্শ করা যায়, ততই ভালো।
৩. দগ্ধ ব্যক্তিকে পর্যাপ্ত পানি ও স্যালাইন খেতে দিন — পোড়া ত্বক থেকে প্রচুর পরিমাণে পানি হারায়, তাই মুখে বারবার তরল পানীয় দিন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় জনগণ উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা চলছে।