উত্তরায় বিমান বিধ্বস্তে পাইলট তৌকির ইসলাম সাগরের মৃত্যু:আইএসপিআর

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৫:৪১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৫:৪১:৪৩ অপরাহ্ন
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
 
এর আগে দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। এফ-৭ বিজেআই মডেলের ওই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এবং এখন পর্যন্ত অন্তত ৬০ জনকে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। দুর্ঘটনায় পাইলটসহ মোট চারজন নিহত হয়েছেন।
 
স্কুলের শিক্ষক মিজানুর রহমান জানান, ছুটির সময় হঠাৎ করে বিমানটি আছড়ে পড়ে এবং একটি ভবনের ভেতরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছে। হতাহতদের হেলিকপ্টারে করে দ্রুত সিএমএইচে পাঠানো হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]