টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন ফাইনালও ইংল্যান্ডে

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:৫২:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১০:৫২:১৩ পূর্বাহ্ন

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডে। শুধু তাই নয়, আগামী তিন চক্রের শিরোপা নির্ধারণী ম্যাচ হবে ইংল্যান্ডেই। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির কার্য নির্বাহী কমিটির সভায় নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত মাসে লর্ডসে অনুষ্ঠিত সবশেষ চক্রের ফাইনালের পর থেকেই একটি প্রশ্ন ছিল, এরপরের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে। তবে এবার নিশ্চিত হলো, শুধু এরপরের ফাইনালই নয় আগামী তিন আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। যদিও এখনও ইংল্যান্ডের কোন ভেন্যুতে ফাইনাল হবে তা নির্ধারিত হয়নি।  


কিছুদিন আগে গুঞ্জন উঠেছিলো, ভারতও চায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালের আয়োজক হতে। কিন্তু ভারতের সে আশা আর পূরণ হচ্ছে না। ২০২৭, ২০২৯ ও ২০৩১—এই তিন আসরের ফাইনালও অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের যেকোনো ভেন্যুতে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]