পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:০৭:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:০৭:২১ পূর্বাহ্ন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২১ জুলাই) এক তথ্য বিবরণিতে তিনি খেলোয়াড়, কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান এবং সিরিজের বাকি ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়। ফখর জামান ৪৪ এবং আব্বাস আফ্রিদি ২২ রান করেন। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ৬ রানে ২টি উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেন। তাসকিন আহমেদ নেন ৩ উইকেট।
 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার তানজিদ ও লিটনের উইকেট হারায় বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত ৭৩ রানের জুটিতে দল ঘুরে দাঁড়ায়। ৩৭ বলে ৩৬ রান করেন হৃদয়। এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে ইমন ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন। তিনি ৩৯ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হন।
 

এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]