সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল ওআইসি

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৩:৪১:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৩:৪১:৩৩ পূর্বাহ্ন
ইসরায়েলি দখলদার বাহিনীর সিরিয়ার ভূখণ্ডে বারবার আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)। একে আন্তর্জাতিক আইন এবং সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। শুক্রবার (১৯ জুলাই) এক বিবৃতিতে ওআইসি জানায়, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের প্রকাশ্য হস্তক্ষেপ এবং ধারাবাহিক আগ্রাসন জাতিসংঘের প্রস্তাব ও আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী।
 
ওআইসি সিরিয়ার রাষ্ট্রীয় সংহতি, স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে দেশটির জনগণের প্রতি সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করে।
 
বিবৃতিতে সংস্থাটি আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। ওআইসি বলেছে, এসব হামলা শুধু সিরিয়ার নিরাপত্তাই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
 
এদিকে, ২১টিরও বেশি ইসলামি সংস্থা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের নিন্দা জানিয়ে সিরিয়ার সকল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েলি দখলদারিত্ব ও বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনার মাধ্যমে সিরিয়ার সামাজিক কাঠামো দুর্বল করার প্রচেষ্টা রুখে দিতে সম্মিলিত প্রতিরোধ জরুরি।
 
ওআইসি ও অন্যান্য সংস্থাগুলোর বিবৃতিতে স্পষ্টভাবে উঠে এসেছে, এই আগ্রাসন একটি রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক অভিযান নয়—এটি গোটা অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করার হুমকি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]