
খাদ্যে বিষক্রিয়ার ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অন্ত্রের প্রদাহ ধরা পড়েছে। তিন দিনের বিশ্রামে থাকবেন বলে রোববার তার কার্যালয় জানিয়েছে। ৭৫ বছর বয়সী নেতানিয়াহু রাতারাতি অসুস্থ হয়ে পড়েন এবং পরে জানা যায় যে তিনি অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতায় ভুগছেন। এজন্য তাকে শিরার মাধ্যমে স্যালাইন (আইভি ফ্লুইড) দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
“তার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন,” জানিয়েছে তার কার্যালয়।
২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়েছিল এবং গত ডিসেম্বর মাসে মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়ার পর তার প্রস্টেট অপসারণ করা হয়।
চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, রোববারের ক্নেসেট (ইসরায়েলি পার্লামেন্ট) অধিবেশনে তিনি উপস্থিত থাকবেন না এবং তার বিচার প্রক্রিয়ার পরবর্তী শুনানি সোমবার তেলআবিব জেলা আদালতে হওয়ার কথা রয়েছে।
আদালতে হাজিরা
নেতানিয়াহু প্রতি সপ্তাহে দুবার তার দুর্নীতির মামলার জন্য আদালতে হাজিরা দেন।২০২০ সালের ২৪ মে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ায় নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি একজন আসামি হিসেবে আদালতে সাক্ষ্য দিচ্ছেন।
তিনি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও অভিযুক্ত। ২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় সংঘটিত নৃশংসতার জন্য তার এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াওভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে প্রায় ৫৯,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।