মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ প্রথমবার রাষ্ট্রীয়ভাবে পালিত হবে সোমবার

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১২:৩৬:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১২:৪১:০৪ পূর্বাহ্ন

জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়, যেখানে রাস্তায় রক্ত ঝরিয়েছিলেন মাদ্রাসা পড়ুয়ারা। সেই আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করে এবারই প্রথম পালিত হচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে - ২০২৫’।

আগামী সোমবার (২১ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন সড়কে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজিত হবে। আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এ আয়োজনে থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা বর্ণনা এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের নানা প্রামাণ্য উপস্থাপন। থাকবে কবিতা আবৃত্তি, হামদ, নাত, নাশিদ এবং দ্রোহী সংগীত পরিবেশনা।

এছাড়া, ‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’ শিরোনামের দুটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকবে ড্রোন শো—যেখানে তুলে ধরা হবে ‘প্রতিরোধ ও পুনর্জাগরণ’-এর প্রতীকী উপস্থাপনা।

রাষ্ট্রীয় অতিথি হিসেবে থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারসহ আরও কয়েকজন উপদেষ্টা, সচিব ও শিল্প-সাহিত্য অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]