কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১১:৫৯:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:৫৯:৪৪ অপরাহ্ন
প্রাকৃতিক দুর্যোগের কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের ১০ জুলাইয়ের স্থগিত এইচএসসির পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে বোর্ড কর্তৃপক্ষ। আগামী ১২ আগস্ট সকাল ১০টায় স্থগিত বিষয়গুলোর মধ্যে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
রোববার (২০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জানান, ‘কুমিল্লা বোর্ডের অধীনে থাকা ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার চলমান এইচএসসি পরীক্ষার ১০ জুলাইয়ের বিষয়গুলোর স্থগিত করা পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বোর্ডের অধীনে থাকা কয়েকটি জেলায় হঠাৎ বন্যা পরিস্থিতি অবনতি হলে জরুরি সিদ্ধান্তে গত ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।
 
তিনি আরও জানান, বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্থগিত হওয়া বিষয়গুলি আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব শিক্ষার্থীকে যথানিয়মে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]