
নিউ ইয়র্কে চলতি সপ্তাহে ম্যাগনেটিক রিজোন্যান্স ইম্যাজিং-এমআরআই মেশিন থাকা কক্ষে ঢুকে ৬১ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে শুক্রবার জানিয়েছে নাসাউ কাউন্টি পুলিশ।
এনবিসি নিউজ জানায়, ওই ব্যক্তি বড় ধরনের ধাতব চেইন পরে অনুমতি ছাড়া এমআরআই মেশিনের কক্ষে প্রবেশ করেন। ওই মেশিনে শক্তিশালী চুম্বকক্ষেত্র ছিল।
পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ওয়েস্টবেরি এলাকার একটি মেডিক্যাল অফিসে সচল ছিল এমআরআই মেশিনটি। ওই সময় কক্ষে ঢোকা ব্যক্তিটির পরনে থাকা চেইন তাকে নিয়ে যায় মেশিনের ভেতর। এর ফলে গুরুতর আহত হন তিনি।
বাহিনীটি আরও জানায়, দুর্ঘটনার পর একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তিকে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করা হয়।
এমআরআই মেশিনের কক্ষে যে কাউকে ধাতব বস্তু ছাড়া প্রবেশ করতে হয়।
রোগীদের ক্ষেত্রে সাধারণত পোশাক পরিবর্তন করে কক্ষটিতে ঢুকতে হয়। এ ছাড়া তাদের দেহে কোনো বস্তু বা ধাতব পদার্থ আছে কি না, তাও পরীক্ষা করে দেখা হয়।
ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এফডিএর নির্দেশনা অনুযায়ী, এমআর পরিবেশে প্রবেশের আগে লোকজন ও বস্তুর বিষয়ে সতর্ক পরীক্ষা-নিরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কারণ চুম্বক এলাকায় এমন কিছু প্রবেশ করানো যাবে না, যা প্রজেক্টাইলে রূপ নিতে পারে।
দুর্ঘটনাস্থল নাসাউ ওপেন এমআরআই নামের অফিস এলাকায় প্রায় ১৫ হাজার মানুষের বসবাস।