
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন সম্প্রতি ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের যে আইনটি পাস করেছে, তাতে ভিসা ইন্টেগ্রিটি ফি নামের এক ধরনের খরচের কথা উল্লেখ করা হয়েছে। অ্যামেরিকায় আসা পর্যটকদের জন্য এ ফি বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিসি নিউজ জানায়, নন-ইমিগ্র্যান্ট ভিসায় অ্যামেরিকায় প্রবেশ করতে চাওয়া সব পর্যটকের জন্য এ ফি প্রযোজ্য হবে। এতে কোনো ছাড় দেওয়া হবে না।
আইনের বিধান অনুযায়ী, পর্যটকরা জমা দেওয়া ফি ফেরতও পেতে পারেন।
ফির বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না। এর ফলে ফি বাস্তবায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের পাশাপাশি এ সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি বলে জানান ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র।
ফির পরিমাণ কত?:
অ্যামেরিকার ২০২৫ অর্থবছরের (২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর) জন্য এ ফি ধরা হয়েছে কমপক্ষে ২৫০ ডলার। যদিও আইনের বিধান অনুযায়ী, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি চাইলে ফি আরও বাড়াতে পারেন। মূল্যস্ফীতির ক্ষেত্রে বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করা হতে পারে এ ফি।
কাদের অবশ্যই ফি দিতে হবে?:
নন-ইমিগ্র্যান্ট ভিসা দরকার, এমন সব দর্শনার্থীর ক্ষেত্রে ভিসা ইন্টেগ্রিটি ফি প্রযোজ্য। ফির আওতাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন পর্যটক, ব্যবসায়ী পর্যটক ও বিদেশি শিক্ষার্থীরা।
ফি কখন পরিশোধ করতে হয়?:
বিধান অনুযায়ী, ভিসা ইস্যু হওয়ার সময় এ ফি পরিশোধ করতে হবে। দর্শনার্থীদের মধ্যে যাদের ভিসা দেওয়া হবে না, তাদের ক্ষেত্রে এ ফি কার্যকর হবে না।
এ ফি কি অন্যান্য ফির পরিবর্তে দেওয়া যাবে?:
আইনের বিধান অনুযায়ী সে সুযোগ নেই। বিধানে বলা আছে, নিয়মিত ভিসা ফির সঙ্গে ভিসা ইন্টেগ্রিটি ফিও দিতে হবে।