‘বাংলার মাটিতে শেখ হাসিনার পুনর্বাসন নয়’ — মামুনুল হক

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৯:৫২:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৯:৫২:১৬ পূর্বাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, গত ১৬ বছরে শেখ হাসিনার লুটপাট ও দুঃশাসনের কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে। এখন তিনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাংলার মাটিতে তাকে আর কখনও পুনর্বাসন হতে দেওয়া যাবে না।
 

শনিবার (১৯ জুলাই) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। শাপলা চত্বর, পিলখানা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণহত্যার’ বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মামুনুল হক। তিনি আরও বলেন, পশ্চিমা শক্তির দোসররা অন্তর্বর্তী সরকার গঠনের নামে দেশকে বিভ্রান্ত করতে চাইছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।

 

সমাবেশে আরও বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]