নড়াইলে সেনা চেকপোস্টে অবৈধ ট্রাক ও মোটরসাইকেল জব্দ

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৯:১৭:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৯:১৭:১০ পূর্বাহ্ন

নড়াইলের লোহাগড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে একটি অবৈধ বালুবাহী ট্রাক ও ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানের সময় কাগজপত্র না থাকায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

শনিবার (১৯ জুলাই) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নড়াইল-ঢাকা মহাসড়কের সিএন্ডবি চৌরাস্তা ও উপজেলা গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা ট্রাফিক পুলিশ ও লোহাগড়া থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

 

অভিযানে দূরপাল্লার বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়। কাগজপত্র না থাকায় একটি অবৈধ বালুর ট্রাক এবং ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়। একইসঙ্গে দুটি দূরপাল্লার বাসসহ চারটি যানবাহনের বিরুদ্ধে আইন অমান্যের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানোর আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর নড়াইল ক্যাম্পের কর্মকর্তারা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]