মিরপুরে ফের মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে মেন ইন গ্রিন

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৮:৪৬:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৮:৪৬:০০ পূর্বাহ্ন

সাড়ে তিন বছর পর আবারও মিরপুরে টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। তবে পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে এখনো অনেকটাই পিছিয়ে টাইগাররা। ২২ ম্যাচে মাত্র ৩ জয়, যার ২টিই মিরপুরে। যদিও সাম্প্রতিক পারফরম্যান্সে ভর করে এবার বড় কিছু আশা করছে লিটন দাসের দল।

২০০৭ সালে শুরু হওয়া এই দ্বৈরথে পাকিস্তান পেয়েছে ১৮ জয়, হোয়াইটওয়াশ করেছে ২০২১ সালের সর্বশেষ সিরিজেও। তবে বাংলাদেশের হয়ে একমাত্র ৩টি জয়—২০১৫ ও ২০১৬ সালে মিরপুরে এবং ২০২৩ সালের এশিয়ান গেমসে।

বাংলাদেশে এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান, যার বেশিরভাগেই জয় তাদের। তবে, এই সিরিজের আগে পাকিস্তানও ছিল খারাপ ছন্দে—নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরেছে টানা।

ঘরের মাঠে প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। গেলো বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। এবার এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজে বাড়তি চ্যালেঞ্জ হতে পারে মিরপুরের উইকেট ও সম্ভাব্য বৃষ্টি।

এদিকে, এই সিরিজে মোস্তাফিজুর রহমানের সামনে রয়েছে মিরপুরে ৪৫ উইকেটের মাইলফলক ছোঁয়ার সুযোগ। বর্তমানে তার ঝুলিতে রয়েছে ৪৩ উইকেট। টস হতে পারে ম্যাচের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর—এ পর্যন্ত ৬৩ ম্যাচের ৩২টিতে জিতেছে পরে ব্যাট করা দল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]