
ফটিকছড়ির পাইন্দংয়ে গর্তের পানিতে ডুবে ২০ মাস বয়সী আরহাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দক্ষিণ পাইন্দংয়ের হাজি তোফায়েল আহমেদ সুফির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরহাম ঐ বাড়ির মো. ফোরকান উদ্দিনের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশে থাকা সেই গর্তের কাছে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে আরহামের দাদি ফরিদা বেগম তাকে গর্তে ভাসমান অবস্থায় দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। উদ্ধারের পর শিশু আরহামকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।