কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:১৯:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:১৯:৪১ অপরাহ্ন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজারেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুলাই) কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১,৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে থানায় মামলাটি দায়ের করেন।
 
এ ঘটনায় পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: রিফাত বিশ্বাস (২৫), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), আব্দুল আলিম (১৮), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), টুটুল হাওলাদার (২৮), সজল দাড়িয়া (৩০) ও আব্দুল হাকিম (৩৫)।
 
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলায় মোট ১,৬৫৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 
পুলিশ সূত্র জানায়, গত বুধবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন। এই বিক্ষোভের ঘটনায়ই মামলাটি দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]