ইউটিউবের নতুন নিয়ম: ১৬ বছরের কম বয়সীরা একা লাইভ স্ট্রিম করতে পারবে না

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৯:১৫:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৯:১৫:২২ অপরাহ্ন
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব সব বয়সী ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় হলেও শিশুদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা রেখেছে। শিশুদের জন্য রয়েছে 'ইউটিউব কিডস' এবং সেখানে বিজ্ঞাপনহীন ভিডিও দেখার জন্য সাবস্ক্রিপশনের সুবিধাও রয়েছে। এবার শিশুদের নিরাপত্তা আরও জোরদার করতে ইউটিউব নতুন একটি নিয়ম চালু করেছে।
 
নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর তখনই একাকী লাইভ স্ট্রিম করতে পারবে, যখন তার বয়স ১৬ বছরের বেশি হবে। এর আগে এই বয়সসীমা ছিল ১৩ বছর। ফলে এখন থেকে ১৩ থেকে ১৫ বছর বয়সী কনটেন্ট নির্মাতাদের লাইভ স্ট্রিমে যেতে হলে অভিভাবকের সহায়তা নিতে হবে।
 
১৬ বছরের কম বয়সী কেউ যদি লাইভ স্ট্রিম করতে চায়, তাহলে তাকে অবশ্যই কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি সঙ্গে রাখতে হবে। সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি হতে পারেন এডিটর, ম্যানেজার বা পৃথক একটি প্রাপ্তবয়স্ক চ্যানেলের মালিক। ফলে সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তিই লাইভ স্ট্রিম শুরু করতে পারবেন এবং কনটেন্ট দর্শকের কাছে পৌঁছে দিতে পারবেন।
 
এই নিয়মের ফলে পরিবারের সদস্যরা একসঙ্গে লাইভ স্ট্রিম করলে তা শুধু শিশুর নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং এটি ডিজিটাল বন্ধনের একটি নতুন রূপও তৈরি করবে। তবে এ ধরনের লাইভ স্ট্রিমে গোপনীয়তা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা-মা এবং সন্তানের মধ্যে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন কোন বিষয় প্রচারযোগ্য এবং কোনটি নয়।
 
যারা ইউটিউবকে একটি সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেন, তাদের জন্য নতুন এই নিয়ম নিরাপদ এবং কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]