ইতিহাসে জামায়াতের সমাবেশ মিথ হয়ে থাকবে: হান্নান মাসউদ

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৪:০৬:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৪:২২:৪০ অপরাহ্ন
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ। এই সমাবেশে যোগ দিয়েছেন লাখো মানুষ। যা নিয়ে  মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
 
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজকের সমাবেশটি হয়তো একটি মিথ হয়ে থাকবে। অনেক গবেষণাও হবে হয়তো।
 
শনিবার (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা বলেন মন্তব্য করেন আব্দুল হান্নান মাসউদ।
 
তিনি তার পোস্টে লিখেন, গুদারাঘাট থেকে সকাল এগারোটায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে জয়েন করতে। রাস্তায় কোনো গাড়ি নেই, সেই হাতিরঝিল থেকে মানুষজন হাঁটছে। হাজার হাজার মানুষ, তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশস্থল, যেটার দূরত্ব প্রায় আট কিলোমিটার। এখন আছি পল্টন মোড়ে, গাড়ি আর সামনে এগুচ্ছে না।
আরও বলেন, ১৬ বছর ধরে যাদের ন্যূনতম রাজনৈতিক স্পেস দেওয়া হয়নি, তাদের এমন সমাবেশ সত্যিই অবিশ্বাস্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশটি হয়তো একটি মীথ হয়ে থাকবে। অনেক গবেষণাও হবে হয়তো।
 
একাত্তর প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হয়, এখন সেটাই দেখার পালা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]