কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, যারা ভারতীয় নাগরিক নন—এমন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চলমান থাকবে : মোদি

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৮:৫০:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৮:৫০:৫৬ পূর্বাহ্ন

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের গ্রেপ্তার করে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনায় দেশটির গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এ নিয়ে কয়েকদিন আগে কলকাতায় একটি বিক্ষোভে অংশ নিয়ে বিজেপির রাজনৈতিক কৌশলকে দায়ী করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই শুক্রবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গ সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওইদিন রাজ্যের দুর্গাপুরে এক জনসভায় ভাষণ দেন মোদি। তিনি স্পষ্ট জানান, কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, যারা ভারতীয় নাগরিক নন—এমন অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চলমান থাকবে। তিনি বলেন, যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে, তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এর আগে মোদি বিহারে এক নির্বাচনী সভায় অংশ নিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছান। দুর্গাপুরে তিনি গ্যাস সরবরাহ পাইপলাইন, সড়ক সেতুসহ প্রায় ৫ হাজার ৫০০ কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সেই বক্তব্যে মোদি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, রাজ্যের মানুষ যেন তৃণমূল কংগ্রেসকে না সমর্থন করে এবং অন্তত একবার বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেয়, এমন আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]