ভারতের বিহারে বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০১:০৩:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০১:০৪:৫৬ পূর্বাহ্ন

ভারতের বিহার রাজ্যে বজ্রপাতে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যের বিভিন্ন জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানা গেছে।

 

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজ্য সরকার জানায়, সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে নালন্দা জেলায়। ভৈরালিতে মারা গেছেন ৪ জন, পাটনা ও বাঁকায় ২ জন করে, এবং আরও ছয়টি জেলায় একজন করে মারা গেছেন।

 

নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, খারাপ আবহাওয়ার সময় ঘরের বাইরে না যাওয়ার জন্য সতর্ক করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]