বাংলাদেশ থেকে নৌকা কিনতে চায় আলজেরিয়া, বিনিয়োগেও আগ্রহী তিনি

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:৪১:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:৪১:৫৪ পূর্বাহ্ন

ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ভাসমান নৌকারহাট ও ছারছীনা দরবার শরীফ সফর করেছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে তিনি আটঘর কুড়িয়ানার নৌকারহাট ঘুরে দেখেন এবং ট্রলারে করে হাটের বিভিন্ন অংশ ঘুরে স্থানীয় নৌকা নির্মাণশিল্প সম্পর্কে বিস্তারিত জানতে চান।
 

এ সময় তিনি এখানকার নৌকা কেনার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আলজেরিয়ার পক্ষ থেকে এই নৌকা তৈরির শিল্পে বিনিয়োগের সম্ভাবনার কথা জানান। পরে ছারছীনা দরবার শরীফে জুমার নামাজ আদায় করেন রাষ্ট্রদূত।
 

তার এ সফরে সঙ্গে ছিলেন নেছারাবাদের সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন।
 

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, “নেছারাবাদের মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহ্যবাহী নৌকারহাট দেখে আমি অভিভূত। আমরা এখান থেকে নৌকা সংগ্রহ করতে আগ্রহী, পাশাপাশি ভবিষ্যতে এই শিল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।”
 

তিনি স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আলজেরিয়া ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]