
গত বছরের ৫ আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দল দেশে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে—এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে জেলা ও মহানগর শাখার আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বাধীনতার পর থেকে দেশের সকল সরকারের দুর্নীতি, দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সমালোচনা করে মুফতি রেজাউল করিম বলেন, “গত ৫৩ বছরে যারা দেশ চালিয়েছে, তারা পাঁচবার চুরির দিক থেকে বিশ্বের শীর্ষে ছিল। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, মায়েদের কোল খালি করেছে।” তার দাবি অনুযায়ী, শুধুমাত্র লন্ডনেই একটি মন্ত্রীর ৩৫০টিরও বেশি বাড়ি রয়েছে।
পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ। এতে আরও বক্তব্য দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী এবং ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার।