জয়ের ধারায় দুর্বার রংপুর, এবার গন্তব্য শিরোপা

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১১:২৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১১:২৭:১৬ অপরাহ্ন

গ্লোবাল সুপার লিগের শিরোপা জয়ের মিশনে আজ মাঠে নামছে রংপুর রাইডার্স। পুরো টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল হিসেবে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। শনিবার ভোর ৫টায় তাদের প্রতিপক্ষ শক্তিশালী গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স—টুর্নামেন্টের সবচেয়ে তারকাবহুল স্কোয়াড, যারা এবার ঘরের মাঠে খেলছে এবং শুধু রংপুরের কাছেই হেরেছে।

রংপুরের যাত্রাটা যেন ট্যাগ লাইনের মতোই—‘জয়ের লড়াই’। ভাগ্যের সহায়তা, শেষ মুহূর্তের নাটকীয় জয় আর দলগত দৃঢ়তা মিলিয়ে প্রতিটি ম্যাচেই তারা দেখিয়েছে অসাধারণ লড়াই। গায়ানার বিপক্ষে এবার তাদের সামনে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ—বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো ফ্র্যাঞ্চাইজি শিরোপা জয়ের।

একদিকে গুরবাজ, মঈন, হেটমায়ার, রাদারফোর্ডদের নিয়ে গায়ানার তারকাবহুল ব্যাটিং লাইনআপ, অন্যদিকে রংপুরের বোলিং নির্ভরতা—যেখানে খালেদ আহমেদ নিয়েছেন ৩ ম্যাচে ১০ উইকেট, সঙ্গে আছেন ওমরজাই, ইফতিখারদের মতো কার্যকর পারফরমাররা। কাইল মায়ার্সের ব্যাটে রান থাকায় ব্যাটিংও সমান শক্তিশালী।

এই ম্যাচে শুধু ট্রফির জন্য নয়, নিজেদের ‘অপরাজিত মুকুট’ ধরে রাখতেও নামছে রাইডার্স। জয় পেলে তা হবে দলীয় সমন্বয়, শৃঙ্খলা আর ধারাবাহিকতার এক নিখুঁত উদাহরণ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]