নিখোঁজের দুইদিন পর গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ১০:৩৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ১০:৩৫:১৬ অপরাহ্ন
সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম নয়ন দেবনাথ (২৯)। তিনি উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ মুরাদপুর গ্রামের বাবুল দেবনাথের ছেলে। বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের হাবিব রোডস্থ পুকুরপাড় এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
 
স্থানীয়রা জানান, নয়ন উপজেলার একটি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করে আসছিলেন। নয়ন কয়দিন থেকে স্থানীয় লোকদের বলে আসছিলেন তাঁকে এক ব্যক্তি টাকার জন্য চাপাচাপি করে আসছে। কিন্তু
 
টাকার জন্য কে বা কারা চাপ দিয়েছে সে ব্যাপারে কাউকে পরিষ্কার করে কিছু জানাননি। গত মঙ্গলবার থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি পর তাঁকে না পেয়ে ওই দিন সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক পর্যায়ে বৃহস্পতিবার হাবিব রোডে তার বাড়ি সংলগ্ন মুক্তা পুকুর পাড় নামক এলাকার একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নয়নকে।
 
এদিকে স্থানীয় ও তার পরিবারের দাবি নয়নকে কেউ হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। আর সে যদি আত্মহত্যা করত তাহলে মরদেহ থেকে এত তাড়াতাড়ি দুর্গন্ধ বের হওয়ার কারণ কি। এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট শেষে জানা যাবে এটি আত্মহত্যা না হত্যা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]