
সম্প্রতি ক্লাব বিশ্বকাপ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামল ইউরোপীয় ক্লাব ফুটবলের দীর্ঘ ২০২৪-২৫ মৌসুমের। যদিও অনেক লিগ আগেই মে মাসে শেষ হয়ে গেছে। এখন সবার নজর ২০২৫-২৬ মৌসুমের দিকে। এরই মধ্যে অনেক ক্লাব শুরু করে দিয়েছে প্রাক-মৌসুম প্রস্তুতি, চলছে খেলোয়াড় কেনাবেচার ব্যস্ততা। নতুন মৌসুম শুরু নিয়ে অধীর অপেক্ষায় ফুটবলভক্তরাও।
🔴 ইংলিশ প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগের ৩৪তম আসর শুরু হচ্ছে ১৫ আগস্ট, চলবে ২০২৫ সালের ২৪ মে পর্যন্ত। এবার লিগে যুক্ত হচ্ছে আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি। নতুন দল হিসেবে এসেছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্ডারল্যান্ড।
🔵 লা লিগা (স্পেন)
৯৫তম মৌসুমের লা লিগাও শুরু হচ্ছে ১৫ আগস্ট, শেষ হবে ২৪ মে। এবার নতুন করে এলিট পর্যায়ে এসেছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভিয়েদো।
⚫ বুন্দেসলিগা (জার্মানি)
বুন্দেসলিগার ৬৩তম মৌসুম শুরু হবে ২২ আগস্ট, চলবে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত। ১৮ দলের এই লিগে এবার এসেছে এফসি কোলন ও হামবুর্গ।
⚪ লিগ আঁ (ফ্রান্স)
৮৮তম মৌসুমের লিগ আঁ শুরু হবে ১৫ আগস্ট এবং শেষ হবে ১৬ মে। নতুন দল হিসেবে যোগ দিয়েছে লরিয়েঁ, প্যারিস এফসি ও মেতজ।
🟢 সিরি আ (ইতালি)
২০২৫-২৬ মৌসুম হবে ইতালির ১২৪তম শীর্ষ লিগ এবং ‘সিরি আ’ নামে ১৬তম আসর। ২০ দলের এই লিগ শুরু হবে ২৩ আগস্ট এবং শেষ হবে ২৪ মে। নবাগত দল সাসসুয়োলো, পিসা ও ক্রেমনেজে।
🏆 ইউরোপিয়ান প্রতিযোগিতা
ক্লাবগুলোর ব্যস্ততা থাকবে ইউরোপিয়ান টুর্নামেন্ট নিয়েও।
-
চ্যাম্পিয়নস লিগ: বাছাইপর্ব শুরু হয়েছে ৮ জুলাই, মূল পর্ব শুরু ১৬ সেপ্টেম্বর। এবারও ৩৬ দল খেলবে গ্রুপ পর্বে। ফাইনাল হবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির বুদাপেস্টে।
-
ইউরোপা লিগ: বাছাই শুরু ১০ জুলাই, মূল পর্ব শুরু ২৪ সেপ্টেম্বর, ফাইনাল ২০ মে।
-
কনফারেন্স লিগ: মূল পর্ব শুরু ২ অক্টোবর, ফাইনাল ২০২৬ সালের ২৭ মে।
ফুটবল জ্বরে ফের আগুন লাগাতে প্রস্তুত ইউরোপ। অপেক্ষা কেবল ঘড়ির কাঁটা ঘোরার।